ব্রেকিং নিউজ
লাগামহীন নিত্যপণ্যের বাজারে ,অসহায় ক্রেতারা মসজিদে তালা দিয়ে অগ্নিসংযোগ করে ১১ মুসল্লিকে হত্যা ক্যান্সার আক্রান্ত স্কুলছাত্রের চিকিৎসা সহায়তায় এগিয়ে এলেন "সুন্দরবন নিউজ" ‘কেস খেলবা, আসো অভিনেত্রী নিপুণকে ডিপজল হাদিসের প্রভাষক শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ সুধা রানীর ইভটিজিংয়ের মিথ্যা অভিযোগ দেওয়ায় জাবি ছাত্রীকে অর্থদণ্ড এবং দুই ছাত্র বহিষ্কার
×

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৩/২/২০২৪, ১২:২৮:৪৮ PM

জুমার দিনে বিশেষ আমলে গুরুত্ব দিয়েছেন নবীজি (স.)

প্রত্যেক মুমিন বান্দার কাছে একটি কাঙ্ক্ষিত দিন জুমাবার । সৃষ্টিজগতের শুরু থেকে খুবই গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত দিনটি। সপ্তাহের বিশেষ এ দিনের জন্য বিশেষ কিছু আমল আছে, যেগুলোর মাধ্যমে আল্লাহ তা'আলা অনেক বেশি পরিমাণ সওয়াব দান করেন তার বান্দাকে। এর মধ্যে দরুদ পাঠের ওপর বিশেষভাবে গুরুত্ব দিয়েছেন নবীজি (স.)।

প্রত্যেক মুমিন বান্দার কাছে একটি কাঙ্ক্ষিত দিন জুমাবার । সৃষ্টিজগতের শুরু থেকে খুবই গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত দিনটি। সপ্তাহের বিশেষ এ দিনের জন্য বিশেষ কিছু আমল আছে, যেগুলোর মাধ্যমে আল্লাহ তা'আলা অনেক বেশি পরিমাণ সওয়াব দান করেন তার বান্দাকে। এর মধ্যে দরুদ পাঠের ওপর বিশেষভাবে গুরুত্ব দিয়েছেন নবীজি (স.)।

নবীজির ওপর বেশি বেশি দরুদ পাঠ করা জুমার দিনের বিশেষ আমল। রাসুল (স.) এ সম্পর্কে বলেন, ‘দিনগুলোর মধ্যে জুমার দিনই সর্বোত্তম। এই দিনে আদম (আ.)-কে সৃষ্টি করা হয়েছে। এই দিনে তিনি ইন্তেকাল করেছেন। এই দিনে শিঙ্গায় ফুঁ দেওয়া হবে। এই দিনে সমস্ত সৃষ্টিকে বেহুঁশ করা হবে। অতএব তোমরা এই দিনে আমার ওপর অধিক পরিমাণে দরুদ পাঠ করো। কেননা তোমাদের দরুদ আমার সম্মুখে পেশ করা হয়ে থাকে।’ (আবু দাউদ: ১০৪৭)

আনাস (রা.) থেকে বর্ণিত অন্য হাদিসে নবী (স.) বলেন, ‘তোমরা জুমার দিনে বেশি বেশি দরুদ পাঠ করো। কারণ জিবরাইল (আ.) এইমাত্র আল্লাহ তা'আলার বাণী নিয়ে হাজির হয়েছেন। আল্লাহ তা'আলা বলেন, ‘পৃথিবীতে যখন কোনও মুসলমান আপনার ওপর একবার দরুদ পাঠ করে, আমি তার ওপর ১০ বার রহমত নাজিল করি এবং আমার সব ফেরেশতা তার জন্য ১০ বার ইস্তেগফার করে।’ (তারগিব: ৩/২৯৯)

আবু উমামা (রা.) থেকে বর্ণিত হাদিসে রাসুল (স.) বলেন, ‘আমার ওপর জুমার দিন বেশি বেশি দরুদ পাঠ করো। কারণ আমার উম্মতের দরুদ জুমার দিন আমার কাছে পৌঁছানো হয়। যে ব্যক্তি আমার ওপর সবচেয়ে বেশি দরুদ পাঠাবে, সে ব্যক্তি কেয়ামতের দিন আমার সবচেয়ে নিকটতম হবে।’ (তারগিব: ১৫৭)

আলী (রা.) বলেন, ‘যে ব্যক্তি নবী করিম (স.)-এর ওপর জুমার দিন ১০০ বার দরুদ পাঠ করে, সে কেয়ামতের দিন এমন অবস্থায় উঠবে যে, তার চেহারায় নূরের জ্যোতি দেখে লোকরা বলাবলি করতে থাকবে এই ব্যক্তি কী আমল করেছিল!’ (কানজুল উম্মাল: ১৭৪)